যাত্রী সাধারণের নিরাপত্তায় তিন ভিজিলেন্স টিম গঠন বিআরটিএ’র

Passenger Voice    |    ১১:০২ এএম, ২০২৪-০৪-০৫


যাত্রী সাধারণের নিরাপত্তায় তিন ভিজিলেন্স টিম গঠন বিআরটিএ’র

নিজস্ব প্রতিবেদকঃ ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা মহানগরীতে তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।মহানগরীর গাবতলী বাস টার্মিনাল ও ঢাকা মেট্রো সার্কেল-১ এর আওতাধীন এলাকা সায়েদাবাদ বাস টার্মিনাল, ফুলবাড়িয়া বাস টার্মিনাল ও ঢাকা মেট্রো সার্কেল-২ এর আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এবং ঢাকা মেট্রো সার্কেল-৩ এল আওতাধীন ভিজিলেন্স টিম গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঢাকা মেট্রো সার্কেল- ১ এর আওতাধীন এলাকায় মোঃ রফিকুল ইসলাম উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ১১ টিমের এই সদস্য তালিকায় সদস্য সচিব হিসেবে আছেন অরুন কুমার সরকার মোটরযান পরিদর্শক।

ঢাকা মেট্রো সার্কেল-২ এর আওতাধীন এলাকায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সানাউল হক উপ-পরিচালক ইঞ্জিনিয়ার।তাদের সিভিলেন্স টিমে রয়েছে ১১ জন সদস্য।

ঢাকা মেট্রো সার্কেল-৩ এর আওতাধীন এলাকায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন পার্কন চৌধুরী উপ-পরিচালক ইঞ্জিনিয়ার।এই ৯ টিমের সিভিলেন্স সদস্যদের মধ্যে সদস্য সচিব হিসেবে মোটরযান পরিদর্শক অসীম পাল দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়্যারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিভিলেন্স টিম গঠনের।এখানে বলা হয়েছে, ভিজিলেন্স টিম বৃহস্পতিবার ৪ এপ্রিল সকাল নয়টা থেকে ১৪ এপ্রিল রাত ৯ টা পর্যন্ত চলবে।তবে প্রয়োজনে ভিজিলেন্স টিমের কার্যক্রমে সময়সীমা বর্ধিত হতে পারে।প্রতিটি ভিজিলেন্স টিম একটি ব্যানার ও পরিদর্শন বহি সংরক্ষণ করবেন।বইটিতে প্রাপ্ত অভিযোগ ও গৃহিত কার্যক্রম লিপিবদ্ধ করতে হবে।মেয়াদ শেষে প্রতিটি ভিজিলেন্স টিম তাদের কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত একটি প্রতিবেদন দাখিল করবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে ভিজিলেন্স টিমের সহযোগিতায় রয়েছে পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

এসময় ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া দাবি না করা, বাসের ছাদে যাত্রী পরিবহন না করা,ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ঠেকাতে বাস টার্মিনালে ভিজিলেন্স টিম সেবায় নিয়োজিত ছিলেন।

প্যা.ভ/ত